চলতি মাসেই আসন্ন উপনির্বাচন ভোট। শুরু হয়ে গিয়েছে তারই তোড়জোড়। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রার্থী, সেখানে স্বাভাবিক কারণেই সরগরম ভোটের ময়দান। পাশাপাশি ওই দিন মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও রয়েছে নির্বাচন। এই তিন কেন্দ্রে ভোটের দিন কোনও রকম অশান্তি কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যে আসছে ১৫ কোম্পানি আধাসামরিক বাহিনী। জানা গিয়েছে, ওই ১৫ কোম্পানি বাহিনীর মধ্যে থাকছে ৭ কোম্পানি সিআরপিএফ, ৪ কোম্পানি বিএসএফ, ২ কোম্পানি এসএসবি এবং ১ কোম্পানি সিআইএসএফ ও ১ কোম্পানি আইটিবিপি বাহিনী। তবে অদলবদলও করা হতে পারে এই বাহিনীকে। প্রয়োজনে আরও বাড়তি সংখ্যক বাহিনী আনা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের তিনটি প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা ভবানীপুর কেন্দ্রে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী। মমতার বিরুদ্ধে ভোটযুদ্ধের ময়দানে বিজেপি প্রার্থী হলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বামেদের পক্ষ থেকে দাঁড়িয়েছেন আইনজীবী শ্রীজীব বিশ্বাস। প্রত্যেকেই জোরকদমে নিজ নিজ দলের হয়ে প্রচার চালাচ্ছেন। এরই মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা জানাল নির্বাচন কমিশন।