বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এর আগে বহুবার বহু মামলায় কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এবার ফের আদালতে জেরবার পর্ষদ। প্রাথমিক টেট ২০২২ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। টেটের প্রশ্ন এবং মডেল উত্তর নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। পর্ষদের মতামত জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। পর্ষদের উত্তরে কার্বন ডাই অক্সাইডকে গ্রীনহাউস গ্যাস বলা হয়েছে।
শুধু একটি নয়, এরকম আরও একাধিক প্রশ্ন নিয়ে অভিযোগ তুলে মামালা করা হয়। এই বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, পেপার সেটার-সহ তিনটি ধাপে বিশেষজ্ঞদের দিয়ে উত্তরগুলি মূল্যায়ন করা হয়েছে। সেগুলো সঠিক বলেই দাবি করেছেন। তবে আদালতে ভিত্তিহীন মামলা হওয়ায় পর্ষদকে জেরবার হতে হচ্ছে।