আগামী সপ্তাহ থেকে খুলতে চলছে মন্দিরের দরজা

করোনা আবহে দীর্ঘ দিন বন্ধ ছিল বিভিন্ন তীর্থস্থানের মন্দিরের দরজা। এবার ধীরে ধীরে পরিস্থিতি শিথিল হতেই দর্শনার্থীদের জন্য খুলতে মন্দিরের দরজা। কিছুটা শিথিল হল নিয়ম। আগামী সোমবার থেকে খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। নির্দিষ্ট সময়ে সেই গর্ভগৃহ খোলার সিদ্ধান্ত হয়েছে। সেখানে ঢুকেই পুজো দিতে পারবেন দর্শনার্থীরা। জানা গিয়েছে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ও বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দিরের গর্ভগৃহ খোলা থাকবে। তবে করোনা বিধি মেনেই মন্দিরে এবং গর্ভগৃহে প্রবেশ করতে হবে। নবান্ন সূত্রে এমন নির্দেশিকা জারি করা হয়েছে। পুজোর সময় যাতে অতিরিক্ত জমায়েত না হয়, সেদিকে অবশ্যই নজর দেবে মন্দির কর্তৃপক্ষ।

মাস্ক ছাড়া কোনওভাবেই মন্দিরে প্রবেশ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এক সঙ্গে অন্তত ১০জন দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে পুজো দেওয়ার জন্য ১০জন ভক্তকে সময় দেওয়া হবে সর্বোচ্চ ২ মিনিট। তবে করোনা অতিমারি পরিস্থিতিতে ভিড় এড়িয়ে সকলকে সুষ্ঠুভাবে মন্দিরে প্রবেশ করানোই কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি সংক্রমণ এড়ানোর ব্যাপারেও সবরকম চেষ্টা করছে মন্দির কর্তৃপক্ষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *