নতুন সিলেবাস নিয়ে শুরু হল বিতর্ক

এসেছে নতুন সিলেবাস। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দশম শ্রেণির নতুন সিলেবাস প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নতুন সিলেবাস প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে, উর্দু কবি ফৈজ আহমেদ ফৈজের কবিতা বাদ পড়েছে। পাশাপাশি ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত একাধিক অধ্যায় ছেঁটে ফেলা হয়েছে। এরপরেই সিবিএসই বোর্ড সমালোচনার মুখে পড়েছে। তবে সমালোচনার কোনও জবাব সিবিএসইর পক্ষ থেকে এখনও পাওয়া যায়নি।

বিগত ১০ বছর ধরে সিবিএসইর সিলেবাসে ফৈজ আহমেদ ফৈজের কবিতা পড়ানো হতো। পাকিস্তানের জেলে বন্দি থাকার সময় তিনি যে কবিতাগুলো লিখেছিলেন, সেগুলোর কিছু অংশ সিলেবাসে ছিল। এছাড়াও সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস নামেও একটি অধ্যায় ছিল। সেই অধ্যায়ে আফ্রিকা ও এশিয়ার ইসলাম শাসনকাল, শাসকদের দাপট নিয়ে পড়ানো হতো। নতুন সিলেবাসে বাদ পড়েছে সেই অধ্যায়গুলো। পাশাপাশি ছিল সিলেবাসে বেশ কয়েকটি ঠান্ডা লড়াইয়ের ইতিহাস। নতুন সিলেবাসে সেগুলোর দেখা নেই।

জানা গিয়েছে, সিবিএসইর নতুন সিলেবাসে আগের ৩০ শতাংশ বাতিল করা হয়েছে। ধর্ম নিরপেক্ষতা ও রাজনীতি সংক্রান্ত একটি অধ্যায়ও সিলেবাস থেকে বাদ পড়েছে। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নতুন সিলেবাস থেকে কেন বাদ পড়েছে সেই নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এছাড়াও দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সিলেবাস দুটো ভাগে ভাগ করা হবে বলে বোর্ডের তরফে আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল। পরীক্ষাকে দুটো ভাগে ভাগ করার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশের নয়া ইঙ্গিত পাওয়া গিয়েছে।

তবে এবার প্রথম নয়, আগেও সিবিএসইর সিলেবাস বিতর্কের জন্ম দিয়েছে। পাঠ্যক্রমকে আরও বাস্তব সম্মত করে তুলতে ২০২০-২১ শিক্ষাবর্ষে সিলেবাসের ব্যাপক বদল নিয়ে আসা হয়। সেই সময় একাদশ শ্রেণির সিলেবাস থেকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, নাগরিকত্ব, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার মতো অধ্যায়গুলোকে সরিয়ে ফেলা হয়। যার জেরে দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয়। এই বিতর্কের জেরেই ২০২১-২২ শিক্ষাবর্ষে সেই অধ্যায়গুলোর বেশ কিছু অংশ ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *