বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা প্রায় কুড়ির কাছে, দায় স্বীকার করল আইএস জঙ্গি গোষ্ঠী

বিগত কুড়ি বছর পর ফের আবার নতুন শুরু হয়েছে তালিবানি শাসন। সম্প্রতি তালিবান আফগানিস্তান দখল করার পর একাধিক হামলার ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। গত শুক্রবার আবার এক মসজিদে হামলা হয়, সেই হামলায় মৃত্যু হয়েছে ৮ জনের।

আর এই মসজিদ হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস জঙ্গি গোষ্ঠী। হাজারাস সম্প্রদায়ের মহিলা ও শিশুদের লক্ষ্য করে এই হামলা করা হয়েছিল বলে জানা গিয়েছে।

সূত্রে খবর মিলেছে, শুক্রবার পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে কাবুলে। দুটিই হয় পশ্চিম কাবুলে। মসজিদে যখন নামাজ পরা চলছিল ঠিক সেই সময় হামলা চালানো হয়। আপাতত যে খবর মিলেছে তাতে ২০ জনের মৃত্যু হয়েছে।

তবে পরবর্তী ক্ষেত্রে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইএস জঙ্গি গোষ্ঠী স্পষ্ট বলেছে, তাদের মূল লক্ষ্য সংখ্যালঘু সম্প্রদায়রা। আগেও একাধিকবার হামলার ঘটনায় প্রাণ গিয়েছে বহু মানুষের। এবারেও একই জিনিস ঘটল তালিবানের আফগানিস্তানে।

প্রায় ২০ বছর পর আফগানিস্তানে ফের শুরু হয়েছে তালিবানি শাসন। এই পরিস্থিতিতে আফগানিস্তান ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কী ভাবে মানুষ পালিয়ে বাঁচার চেষ্টা করেছে তা দেখেছিল গোটা বিশ্ব। বিমানের বাইরে ঝুলতে ঝুলতেও দেশ ছাড়ার চেষ্টা হয়েছিল। তাতেও প্রাণ গিয়েছে অনেকের।

আবার কেউ কেউ শুধু অপেক্ষায় থেকেছে দেশ ছাড়ার, কিন্তু ছাড়তে পারেনি। আমেরিকা সেনা সরিয়ে নেওয়ার পরেই তালিবান ২০২১ সালে আফগানিস্তান দখল করেছিল। তারপর থেকে অজস্র হামলার ঘটনার সাক্ষী থাকছে এই দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *