বেঁধে দেওয়া হলো ডেডলাইন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার এই নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার! কাজ শেষ করার জন্য ডেডলাইন বেঁধে দেওয়া হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠক ডাকা হয়েছিল।
রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সেখানে উপস্থিত ছিলেন।

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে রাজ্যের মেডিক্যাল কলেজের পরিকাঠামো এবং নিরাপত্তা সংক্রান্ত যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলির কাজ কতদূর এগিয়েছে তা জানতে চান মুখ্যমন্ত্রী।

এরপর একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। মেডিক্যাল কলেজগুলির কাজ কতখানি এগিয়েছে সেই বিষয়ে স্বাস্থ্য দফতর এবং পূর্ত দফতরের থেকে রিপোর্ট নেন তিনি। হাসপাতাল সহ রাজ্যের বাকি মেডিক্যাল কলেজগুলির জন্য মুখ্যসচিব ভিন্ন ভিন্ন ডেডলাইন নির্ধারণ করে দেন।