আগামী বছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হলো

অবশেষে স্বস্তি পেল পরীক্ষার্থীরা৷ বড়োসড়ো স্বস্তি দিয়ে যৌথ সাংবাদিক বৈঠকে ২০২২ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল মধ্য শিক্ষা পর্যদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷  পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য যৌথ ভাবে পরীক্ষার দিন ঘোষণা করেন৷  কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা৷ ওই দিন প্রথম ভাষার পরীক্ষা হবে৷ ৮ মার্চ হবে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষা৷ ৯ মার্চ ভুগোল পরীক্ষা হবে৷ ১০ মার্চ কোনও পরীক্ষা নেই৷ ১১ মার্চ রয়েছে ইতিহাস পরীক্ষা৷ ১২ মার্চ হবে জীবন বিজ্ঞান৷ ১৩ মার্চ রবিবার থাকায় ছুটি৷ ১৪ মার্চ অঙ্ক৷ ১৫ মার্চ ভৌত বিজ্ঞান এবং ১৬ মার্চ হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা৷  ডিসেম্বরের শেষে হবে টেস্ট৷ 

এর পরেই উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য৷  তিনি জানান সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে৷ একই দিনে দুপুর ২টো থেকে পরীক্ষা হবে একাদশ শ্রেণির৷ ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেওয়া হবে৷ প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে নিজ নিজ স্কুলে৷ স্কুলই এই পরীক্ষা পরিচালনা করবে৷ এর জন্য সংসদ থেকে কোনও আলাদা প্রশ্নপত্র পাঠানো হবে না৷ শুধুমাত্র টপিক দিয়ে দেওয়া হবে৷ প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য ইতিমধ্যেই খাতা রিজিওনাল অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান সংসদ সভাপতি৷ 

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল থেকে৷ শেষ হবে ২০ এপ্রিল৷ দ্বাদশ শ্রেণিতে মোট ৫৬টি বিষয় রয়েছে৷ একাদশ শ্রেণির পরীক্ষা হবে ৬০টি বিষয়ের উপর৷ এই বছর আরও চারটি বিষয় যোগ করা হয়েছে৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে ২, ৪, ৫, ৬, ৮, ৯, ১১, ১৩, ১৬, ১৮ এবং ২০ তারিখ৷ উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে হোম সেন্টারে৷ অর্থাৎ নিজ নিজ স্কুলে৷ মোট ৬,৭০০টি স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *