অপেক্ষা আর কিছু সময়ের, তার পরেই উপস্থিত হবে প্রতীক্ষিত সময়। সর্বকালের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে মাঝে আর বাকি মাত্র দেড় মাস। রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। চলতি বছরে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ।
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই অনুদান, পুজোর কার্নিভাল, নিরঞ্জন সহ একাধিক বিষয়ে ঘোষণা করেন। গতবারের থেকে এবার পুজো কমিটিগুলিকে অনুদান আরও ১০ হাজার টাকা বাড়ানো হয়েছে।
মমতা জানিয়েছেন, ৫ অক্টোবর, ৬ অক্টোবর, ৭ এবং ৮ অক্টোবর প্রতিমা বিসর্জনের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। ৯ অক্টোবর লক্ষ্মীপুজো এবং ফাতেহা দোয়াজ দাহাম আছে। তাই সেই দিন প্রতিমা নিরঞ্জন হবে না। এছাড়া তিনি জানান, আগামী ১ তারিখ জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে সকলে জমায়েত হবে।
সেদিন ইউনেস্কোকে ধন্যবাদ জানাতেই মিছিল হবে। বিদেশ থেকে এবার অনেকে পুজো দেখতে আসবেন। কার্নিভালও হবে রাজ্যের সব জেলায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৮ অক্টোবর কলকাতায় কার্নিভাল হবে। কিন্তু জেলায় জেলায় কার্নিভাল ৭ তারিখ করতে হবে।
এছাড়াও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, রাজ্যে নথিভুক্ত পুজো কমিটি আছে প্রায় ৪৩ হাজার। সেই পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে বিদ্যুৎ বিলেও মিলবে ছাড়। জানান হয়েছে, বিদ্যুৎ বিলে যেন ৬০ শতাংশ ছাড় দেওয়া হয় সেই অনুরোধ কলকাতা এবং স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে করা হয়েছে। যদিও তিনি এও জানিয়েছেন, রাজ্যের ভাঁড়ার শূন্য। তাও তিনি কষ্ট করে হলেও অনুদান বাড়াচ্ছেন।