সম্প্রতি ঘটে যাওয়া নিশীথকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব করলো আদালত 

সম্প্রতি এক বড় দুর্ঘটনার সম্মুখীন হন নিশীথ প্রামাণিক, এবার নিশীথের কনভয়ে হামলার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সুর এবার মিলে গেল। তাঁরা প্রত্যেকেই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছেন। এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

দিনহাটার বুড়িরহাট এলাকায় নিশীথের জনসংযোগ কর্মসূচি চলছিল। অভিযোগ উঠেছে, সেই সময় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় ঘিরে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে৷ সেখান থেকে শুরু হয় হাতাহাতি৷ এর পরই কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় লক্ষ্য করে ঢিল ছোড়ে তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ির কাচ ভেঙে যায়৷ নিরাপত্তারক্ষীরা কোনও ভাবে নিশীথকে সেখান থেকে বের করে নিয়ে যান।

এই ঘটনায় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল গেরুয়া শিবির। বিজেপির দাবি, শুধু হামলা নয়, কোচবিহারের দিনহাটায় নিশীথের কনভয়ে বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা চালানো হয়। তাই আবারও রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তারা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাপে পড়েছে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *