বড় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত

বড় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত, আদালতের দেওয়া রায়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তির মদ্যপানের অভ্যাস থাকে এবং তা গোপন করা হয় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে স্বাস্থ্যবিমা সংক্রান্ত ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়তে হবে।

এমনকি ওই সংক্রান্ত অসুখে হাসপাতালে ভর্তি হলেও বাতিল হতে পারে ওই ব্যক্তির স্বাস্থ্যবিমা। আসলে এক ব্যক্তি জানা গিয়েছে, ২০১৩ সালে এক ব্যক্তি বিমা সংস্থার থেকে স্বাস্থ্যবিমা কিনেছিলেন। প্রায় এক বছর কিস্তি শোধ করার পর পেটের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসা চললেও প্রাণে বাঁচামন যায়নি তাঁকে। এই ঘটনায় বিমা সংস্থার কাছে টাকা ফেরত চাইতে গিয়ে বিপাকে পড়েন ওই ব্যক্তির স্ত্রী।

এক্ষেত্রে তাঁদের যুক্তি ছিল মদ্যপান জনিত সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। কিন্তু বিমা করার সময় সেকথা বেমালুম চেপে গিয়েছিলেন তিনি। তাই টাকা ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে দেয় সংস্থা। পরে জাতীয় উপভোক্তা কমিশনে মামলা দায়ের করেন।