মৃত্যুর নিরিখে তৃতীয় স্থান নিল দেশ

নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জন। মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৩১২ জনের মৃত্যু হয়েছে। আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনার জেরে মৃত্যু ৪ লক্ষ ছাড়াল। ব্রাজিলে তা ৫ লক্ষ ছাড়িয়েছে এবং আমেরিকায় ৬ লক্ষ। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৬৩৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন। মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ৪৮ হাজার ৩০২ জন। দেশে করোনার সংক্রমণের হার কিছুটা কমেছে। টানা চারদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম রয়েছে। করোনা নিয়ন্ত্রণে গোটা দেশজুড়ে জোরকদমে চলছে টিকাকরণ কর্মসূচি। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ৩৪ কোটি ৭৬ লাখ ২৩২ জনের।

অন্যদিকে দেশে করোনা আক্রান্ত হয়ে কোনও ব্যক্তির মৃত্যু হলে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে সরকার, গত বুধবার এই সংক্রান্ত একটি শুনানিতে একথাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি ঠিক কতটা ক্ষতি হয়েছে ওই পরিবারের, তা যাচাই করতে বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের ওপরেই দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ক্ষতিপূরণের টাকা কীভাবে ওই পরিবারের হাতে তুলে দেওয়া হবে, আগামী ৬ সপ্তাহের মধ্যেই সেই রূপরেখা তৈরি করে ফেলতে হবে কেন্দ্রকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *