নতুন করে আবার সূত্রপাত ঘটলো রাজ্য ও রাজ্যপাল সংঘাতের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজ্যপাল ও রাজভবন নিয়ে সংঘাত লেগেই রয়েছে। এবার সেই সংঘাত অন্যমাত্রা নিল। রাজভবন সূত্র জানা যাচ্ছে, কল্যাণী, বর্ধমান, যাদবপুর সহ রাজ্যের ১০ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সেই নিয়োগ রাজ্যপাল, রাজ্য সরকারকে অন্ধকারে রেখেই করেছেন বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যে রয়েছে একটি সার্চ কমিটি। সেই কমিটিতে রয়েছেন রাজ্যপালের প্রতিনিধি, রয়েছেন রাজ্য সরকার প্রতিনিধিও। সেই কমিটির সুপারিশেই উপাচার্য নিয়োগ হয়ে থাকে।
কিন্তু অভিযোগ, এই ১০ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সরকার বা উচ্চ শিক্ষা দফতরের কোনও পরামর্শ নেওয়া হয়নি। এই নিয়োগের খবর সামনে আসতেই রাজ্যপালের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি তিনি নবনিযুক্ত উপাচার্যদের অনুরোধ করেন যাতে তাঁরা এই নিয়োগ প্রত্যাখ্যান করেন।