পরিবেশ বান্ধব না হওয়ায় চলতি মাস থেকেই বদলে গেলো স্প্রাইট বোতলের রং

এবার বদলে যেতে চলেছে রং, আর চেনা বোতলে মিলবে না পছন্দের স্প্রাইট৷ সবুজ রং পাল্টে অন্য রং-এর বোতল আনার চিন্তা ভাবনা করছে সংস্থা৷ কোকা-কোলা কোম্পানিই সফট ড্রিংকস স্প্রাইট তৈরি করে থাকে৷

কোকা-কোলার পরিকল্পনা রয়েছ চলতি মাস থেকেই বোতলের রং বদলে নতুন আঙ্গিকে স্প্রাইটকে নিয়ে আসার। কোম্পানি ঠিক করেছে, এবার থেকে স্প্রাইট বিক্রি হবে সাদা বা স্বচ্ছ বোতলে। কিন্তু কেন এই সিদ্ধান্ত?

কোকা-কোলার এক আধিকারিক এ প্রসঙ্গে বলেন, সবুজ বোতল পরিবেশের ক্ষতি করছে। যে প্লাস্টিক দিয়ে স্প্রাইটের বোতল তৈরি হয় তার নাম টেরা ফ্ল্যাট। এই প্লাস্টিক রিসাইকেল অর্থাৎ পুনরায় ব্যবহার করা যায়৷

কিন্তু, তা দিয়ে আর অন্য কিছু তৈরি করা যায় না৷ বোতলই তৈরি করতে হয়৷ তবে রঙিন বোতল পুনর্ব্যবহার করা একেবারেই সহজসাধ্য বিষয় নয়। তাছাড়া রঙিন বোতল পরিবেশেরও ক্ষতি করে।

তবে এই রঙিন বোতল দিয়ে কাপড় ও কার্পেট তৈরি সম্ভব৷ রং বদলের পিছনে কোম্পানি অন্যতম প্রধান যুক্তি, সবুজ বোতল রিসাইকেল করা সহজ নয়, একই সঙ্গে পরিবেশ রক্ষায় প্লাস্টিকের চাহিদাও ধীরে ধীরে কমছে। 

ফিলিপাইন সহ ইউরোপের একাধিক দেশ ২০১৯ সাল থেকেই সাদা রঙের বোতলে স্প্রাইট বিক্রি শুরু করেছে। উত্তর আমেরিকা থেকে প্রথম সাদা বোতলে স্প্রাইট বিক্রি শুরু করে সংস্থা৷ এরপর থেকে গোটা বিশ্বজুড়ে সবুজ রঙের বোতল বদলে সাদা রঙের বোতলে স্প্রাইট বিক্রি করা শুরু হয়৷ 

কিন্তু, অনেকেই বলছেন, স্প্রাইটের ব্র্যান্ডের সঙ্গে জুড়ে রয়েছে সবুজ রঙ৷ সে কথা মাথায় রেখেই স্প্রাইটে সবুজ রঙ-এর ছোঁয়া রাখছে কোকা-কোলা। বোতলের উপরের লেভেল থাকবে সবুজ রঙেরই, তাঁর উপরেই লেখা থাকবে Sprite। খুব শীঘ্রই বাজারে আসবে নতুন ডিজাইন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *