চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল শিশুর

চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ। উত্তেজনা দুর্গাপুর হাসপাতালে। পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন হাসপাতালে সুপার ধীমান মন্ডল। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ার পর পরিস্থিতির স্বাভাবিক হয়। সোমবার বিকালে দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের বাঁকুড়া মোড় রেল কলোনি এলাকার পাঁচটি শিশুকে মৌমাছি কামড়ায়। তাদের মধ্যে তিনজন কে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুই বছর বয়সী বর্ষা রায়ের মৃত্যু হয় মঙ্গলবার বিকালে। পরিবারের অভিযোগ শিশুটিকে দেখতে চাইলে চিকিৎসক ও নার্সরা তাদের সঙ্গে দুর ব্যবহার করে। ভিক্ষক কারীদের সঙ্গে চিকিৎসকদের বচসা শুরু হয়। ঘটনাস্থলে আছে নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ করে বিক্ষোভকারীরা।

একদিকে যখন আরজিকর কাণ্ডের আবহে উত্তাল সারা রাজ্য। সিপির পদত্যাগের দাবিতে পথে জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য দুর্নীতি মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ। চিকিৎসক থেকে জুনিয়র চিকিৎসক রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যার মত করে আন্দোলনে নেমেছেন। এবার মালদা শহরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনের দুই শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অভিনব প্রতিবাদ। তারা প্রাইভেট চেম্বারে রোগী দেখার সময় যে প্রেসক্রিপশন দিচ্ছেন। সেখানেও লেখা থাকছে বিচারের দাবি। লেখা থাকছে আরজিকর বিচার চাই। অপরাধচক্রের বিনাশ চাই। উই ওয়ান্ট জাস্টিস। তাদের দাবি এই ভাবেই প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ুক চারিদিকে। ওই দুই প্রতিবাদী চিকিৎসকের নাম অভিজিৎ মিশ্র। যিনি মকদুমপুর রোডে রোগী দেখেন। আরেক চিকিৎসক রামপ্রকাশ সাহা।যিনি সিঙ্গাতলা রোডে রোগী দেখেন।