মুখ্যমন্ত্রীর ডাক পড়লো রাজ্যপালের ঘরে

প্রতিনিয়ত জল্পনা বাড়ছে রামপুরহাট কাঁণ্ডে। রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তা নিয়ে আলোচনা করার জন্য রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠালেন। আগামী এক সপ্তাহের মধ্যে তাঁকে দেখা করার কথা বলেছেন তিনি। আজ টুইটারে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির প্রতিলিপি প্রকাশ করে রামপুরহাটে হিংসার প্রেক্ষিতে সিবিআই তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের বিবৃতি এবং তাদের অবস্থানের কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল। হাইকোর্টের নির্দেশে সিবিআই সেখানে তদন্ত করলেও তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করার যে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন তার সমালোচনা করেছেন তিনি। পাশাপাশি গতকাল রাজ্য বিধানসভার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল।

বগটুই কাণ্ডে ইতিমধ্যেই চাপে রয়েছে বাংলার শাসক শিবির। তার ওপর সিবিআই তদন্ত শুরু হওয়ায় বিজেপি আরও বেশি করে তাদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা নিয়ে তো আগে থেকেই প্রশ্ন তোলা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। রাজ্যপাল জগদীপ ধনকড়ও এই ইস্যুতে বারংবার সুর চড়ান। তাই এখন বগটূই আবহে দিল্লি থেকে ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালেন তিনি। আজ এই নিয়ে তিনি টুইট করে কী কী বিষয়ে আলোচনা চান তার ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যপাল।

সম্প্রতি দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন তিনি। মনে করা হয়েছিল তাঁর সঙ্গে রামপুরহাট কাণ্ড নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন ধনকড়। এখন মুখ্যমন্ত্রীর তলবের ব্যাপারটা তাই আরও জল্পনা বৃদ্ধি করছে। এই ইস্যু নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, রাজ্যপাল জগদীপ ধনকড় অভিনয় করছেন। তিনি আসলে বিজেপির প্রতিনিধি হয়ে কাজ করছেন। তাঁর এই আচরণ ন্যক্কারজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *