মুখ্যমন্ত্রীর ক্ষোভ রাজ্য পুলিশের ওপরই

এইমুহুর্তে রাজ্যে ঘটে যাওয়া দুটি বড় ঘটনা নিয়ে বাড়ছে সরকারের অস্বস্তি। রামপুরহাট, হাঁসখালি এই দুই জায়গার ঘটনা নিয়ে বাড়ছে চরম অস্বস্তি। দুই ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীদের নাম জড়িয়েছে। যত দিন যাচ্ছে তত বেশি চাপানউতোর বাড়ছে এই ঘটনাগুলি নিয়ে। এবার রাজ্যের পুলিশমন্ত্রী খোদ এই ঘটনাগুলির জন্য দায়ে চাপালেন পুলিশের ওপর! আধিকারিকদের গাফিলতিতে দু’টি ঘটনা ঘটেছে বলেই দাবি মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি কড়া দাওয়াই দিয়ে বলেন, কোনও গাফিলতি মানা হবে না।

এদিন নবান্নের সভাঘর থেকে হাঁসখালি ধর্ষণ কাণ্ড এবং রামপুরহাটের বগটুই কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মমতা বলেন, দুই জায়গায় পুলিশের গাফিলতি ছিল এবং পুলিশের গাফিলতির দায় সরকার নেবে না। কী ভাবে কাজ করতে হবে আগামী দিনে সেটাও এদিন খোলসা করে দেন তিনি। বলেন, চোখ, কান খোলা রেখে কাজ করতে হবে। মন্ত্রীদের সোর্স কাজে লাগাতে হবে। পুলিশকে আরও সতর্ক হতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনার প্রেক্ষিতে তিনি রানাঘাট এবং বীরভূমের পুলিশ আধিকারিকদের ভর্ৎসনা পর্যন্ত করেন।

এর পাশাপাশি পুলিশ আধিকারিকদের একগুচ্ছ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এডিজি, ডিআইজি এবং আইজিদের থানায় পরিদর্শনের নির্দেশ দেন। কোথায় কী ঘটছে, কতটা সত্যি, কতটা মিথ্যে তা যাচাই করতে নির্দেশ দেন মমতা। একই সঙ্গে কে কতবার থানা ভিজিট করছে তাও লিখে রাখার কথা বলেছেন তিনি। তবে কোনও ক্ষেত্রে যে রাজনীতি না দেখা হয় তারও উল্লেখ করেছেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *