বাড়তে থাকা বাজার দর নিয়ন্ত্রণে আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতি নিয়ত বেড়ে চলেছে বাজারদর, চাপ বাড়ছে মধ্যবিত্তদের ওপর। বিগত দু বছরের বেশি সময় ধরে চলতে থাকা করোনা পরিস্থিতিতে বহু মানুষ চাকরি হারিয়েছেন। আবার অনেকের চাকরি থাকলেও বেতনে কোপ পড়েছে। অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে বাস-অটোর ভাড়া। আর এরই মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি শাকসবজি থেকে মুরগির মাংস, মাছ, ফল সব কিছুর দামই অনেকটা বেড়ে গিয়েছে।

এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার ব্যাপারে বিশেষ জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তিনি। নির্দেশ দিলেন দাম কমানোর। কয়েক মাস পরেই পঞ্চায়েত নির্বাচন। শীতের মরশুম শুরুর সময় থেকেই বাজারে শাক-সবজির দাম কমতে থাকে। কিন্তু এবার দেখা যাচ্ছে শাকসবজি থেকে মাছ-মাংসের দাম কার্যত সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরেই রয়েছে। তাই নবান্নে টাস্কফোর্স ও কৃষি বিপণন দফতরের সঙ্গে জরুরি বৈঠকের পর মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, অবিলম্বে জিনিসপত্রের দাম কমাতে হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন কলকাতা তথা বিভিন্ন জায়গায় চড়া দামে শাকসবজি যে বিক্রি করা হচ্ছে সেই খবর পেয়েছেন তিনি। সেই সঙ্গে যেভাবে আলুর দাম এতটা বেড়ে গিয়েছে, দাম কমাতে হিমঘর থেকে আলু বাজারে আনার কথা বলেছেন তিনি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে যাতে সাধারণ মানুষের কাঁধে বাড়তি বোঝা না চাপে সেই লক্ষ্যে জিনিসপত্রের দাম এখন থেকেই মুখ্যমন্ত্রী কমানোর ব্যাপারে উদ্যোগী হয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *