বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতেই বিদেশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যে বিদেশি বিনিয়োগ টানার লক্ষ্যে বিদেশ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরে দুবাই এবং স্পেন সফরে যেতে পারেন মমতা।
সেই উদ্দেশ্যে কেন্দ্রের কাছে রাজ্যের তরফে অনুমতিও চাওয়া হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত পাওয়া গেলেই বিদেশ সফরের চূড়ান্ত দিনক্ষণ স্থির করা হবে। মুখ্যমন্ত্রী মূলত রাজ্যে লগ্নি টানার লক্ষ্যেই ৫-৬ দিনের জন্য বিদেশে যেতে পারেন। দুই দেশের শিল্পপতিদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তাঁর।
যদিও মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রা পুরোপুরি নির্ভর করছে কেন্দ্রের অনুমতির উপর। কেন্দ্র সরকার যদি শেষমেশ অনুমতি না দেয়, তাহলে ইচ্ছা থাকলেও বিদেশ যাওয়া হবে না মমতার। এখন দেখার কেন্দ্রের এই সফরের অনুমোদন দেয় কিনা।