বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বড়ো ঘোষণা করা হলো রাজ্যের শাসক দলের তরফে। ডেউচা-পাচামি কয়লা খনি নিয়ে ইতিমধ্যেই নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করার পথে কাজ করছে রাজ্যের শাসক দল। কিন্তু সেই কাজ শুরু হওয়ার আগেই সমস্যা দেখা দিয়েছে। রাজ্য সরকারের প্রস্তাবের বিপক্ষে রয়েছে মোড়লদের একাংশ। তাদের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে তারা এখানে কয়লা খনি চান না। বিজেপি ঘনিষ্ঠ আদিবাসী গাঁওতা নেতা সুনীল সরেনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তাতেও আপাতত বরফ গলেনি বললেই চলে। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রস্তাব দেওয়ার সময়েই রাজ্যের তরফে জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই নিয়েই ইতিমধ্যেই বড় ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ডেউচায় জমিদাতাদের পরিবারের এক জনকে সরকারি চাকরি দেওয়া হবে। মমতা জানান, তাদের পরিবারের এক জনকে সিনিয়র বা জুনিয়র কনস্টেবলের পদে চাকরি দেওয়া হবে। ইতিমধ্যে সরকার ৫ হাজার ১০০ নতুন পদ তৈরি করেছে বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, মমতা আরও জানিয়েছেন যে, এরপর যারা জমি দেবেন তাদের ক্ষতিপূরণ এবং জমির পাট্টা দেবে রাজ্য। কেউ বাদ যাবেন না।

উল্লেখ্য, প্রাথমিক ভাবে ডেউচা পাচামিতে ১ হাজার একর জমি রয়েছে রাজ্য সরকারের হাতে। ডেউচা-পাচামি প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পের জন্য পুনর্বাসন প্যাকেজ ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার। কিন্তু আদিবাসী সমাজের একাংশ এতে রাজি হয়নি। তাদের মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল। তারা জানিয়েছিল, এখানকার সাধারণ মানুষ কী চাইছে তা জানার চেষ্টা করেনি রাজ্য সরকার। আগেই পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করে দেওয়া হয়েছে তাই তার প্রেক্ষিতে উচ্ছেদের আশঙ্কা করছে এখানের অনেকে। তাই এখানে কেউ জায়গা জমি ছেড়ে দিতে রাজি নয় রাজ্য সরকারকে। কয়লা খনি না চেয়ে এখানেই থাকতে তৈরি তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *