পশ্চিমবঙ্গের বুকে প্রতি নিয়ত বেড়ে চলেছে যানজট এবং পাশাপাশি দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছেও। প্রায়ই সাধারণ মানুষের মুখে এই অভিযোগ শোনা যায় অটো, টোটোয় ছেয়ে গিয়েছে রাস্তা। এবার বেআইনি টোটো বন্ধ করতে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে সাফ নির্দেশ মুখ্যমন্ত্রীর।
রাজ্যের পরিবহন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাও। টোটোকে আইনি বৈধতায় আনতে নীতিমালা তৈরির পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
নির্দিষ্ট গাইডলাইন বা নীতি তৈরি করে আইনি বৈধতার অধীনে টোটোকে আনার জন্য পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে এদিন বিশেষত টোটো সমস্যা সমাধানে নির্দেশ দেন মমতা।