কেন্দ্রের বিরুদ্ধে আরো একবার ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য জুড়ে চলতে থাকা একাধিক প্রকল্পের মাঝেই, সরকারের তরফে ঘোষিত হলো নতুন প্রকল্পের৷ এটি হলো পথশ্রী-রাস্তাশ্রী। এই প্রকল্পের সূচনায় সিঙ্গুর গিয়ে বিজেপি’কে বিঁধেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গ্যাসের দাম বৃদ্ধি, একশো দিনের কাজের টাকা না পাওয়া থেকে শুরু করে একাধিক বিষয়ে তিনি তাদের বিরুদ্ধে আগেও ক্ষোভ উগড়েছেন, এদিনও ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিন রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, জিএসটিকে সমর্থন করে ভুল করেছেন তিনি। তাঁর বক্তব্য, কেন্দ্র জিএসটির নামে প্রতি বছর বহু টাকা রাজ্যের কাছ থেকে আদায় করলেও, রাজ্যের প্রকল্পের বরাদ্দ টাকা আটকে রেখে দেওয়া হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও মূল্যবৃদ্ধির অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে ‘নন্দলাল’ বলেন মুখ্যমন্ত্রী৷ যদিও তাঁর দাবি, বাংলা নিজের কাজ নিজেই করতে পারে।

তবে আজ গ্যাসের দামের ইস্যু নিয়ে সবথেকে বেশি চাঁচাছোলা আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘আমার বন্ধু সরকারকে বলতে চাই। বন্ধু মানে জানেন তো! শত্রু তো আর বলতে পারি না। খারাপ শোনায়। এটা সৌজন্য। মা বোনেরা শুনুন, ওদের বলবেন, বাহবা নন্দলাল/ ১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।’ প্রসঙ্গত, রাজ্য সরকার এখনও রেশনে বিনা পয়সায় চাল দিচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *