আফগানিস্তানে রাজ্যের মানুষ খোঁজার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

এই মুহূর্তে বিপর্যস্ত পরিস্থিতি আফগানিস্তানের। তালিবানদের হাতে গোটা দেশ। অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে। দেশ ছেড়ে পালিয়ে বাঁচতে চাইছেন সমস্ত আফগানরা। এই পরিস্থিতিতে বাংলার কেউ আফগানিস্তানে আটকে আছেন কিনা এই প্রশ্ন তুলে খোঁজ নিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। খোঁজ নিয়ে যদি দেখা যায়, তেমন কারও খোঁজ মিললে, তার ঠিকানা, ফোন নম্বর–সহ বিস্তারিত তথ্য জানাতে হবে সরকারকে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ যাতে ওই দেশে বিপদের সম্মুখীণ না হন তা দেখতেও বলা হয়েছে। এমনকী তিনি বাড়ি ফিরে গিয়েও ঘন ঘন খোঁজ নিয়েছেন। তারপরই তিনি এভাবে খোঁজ নেওয়ার নির্দেশ দেন।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ছবি দেখেছে গোটা বিশ্ব। এমন অবস্থা হয়েছে যে নিজের একরত্তি সন্তানকে ফেলে বাবা–মা জীবন বাঁচাতে পালিয়েছেন। চলন্ত বিমান থেকে আকাশ পথে খসে পড়ছে মানুষ। কোথাও তালিবানদের এলো পাথাড়ি ছুরতে থাকা গুলিতে নিথর কিছু প্রান পড়েছে আছে যত্র তত্র। তবে কি কুড়ি বছর আগের সেই বিভীষিকাময় চিত্র ফিরে আসছে আবার এই প্রশ্নই ঘুরছে সারা বিশ্বে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *