কেন্দ্র তরফে কৃষকদের জন্য বরাদ্দ হলো বড় অঙ্ক

নব্য গঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা। সবে মাত্র নতুন করে গঠিত হয়েছে মোদী সরকারের নয়া মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভা ঘঠন হওয়ার পরেই একের পর এক বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার এই প্রথমবার কেন্দ্র সরকারের তরফে কৃষকদের এক লক্ষ কোটি টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাবিনেটের বৈঠক শেষ হওয়ার পর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকু রের বৈঠকের সিদ্ধান্তের কথা জানান। অনুরাগ ঠাকুর বলেন, সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, ওই সিদ্ধান্ত অনুযায়ী এক লক্ষ কোটি টাকা মণ্ডিগুলির মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। অনুরাগ ঠাকুর এও বলেন যে, সরকার চায় মণ্ডিগুলি আরও উন্নত এবং মজবুত হোক।

তিনি বলেন, অ্যাগ্রি স্টার্টআপ এবং কৃষকদের গোষ্ঠীকে ২ কোটি টাকা পর্যন্ত ঋণে ৩ শতাংশ ছাড় দেওয়া হবে। যদি কোনও ব্যক্তি একের বেশি প্রোজেক্ট চালান, তাঁকে ২ কোটি টাকা আলদা আলাদা করে ঋণ দেওউয়া হবে এবং সুদেও ছাড় দেওয়া হবে।এছাড়াও সরকার কৃষকদের কাছে আন্দোলন শেষ করার আবেদন জানিয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, কৃষি আইন রদ করা হবে না, আন্দোলন করা কৃষকরা অন্য কোনও প্রস্তাব আনলে সেটা নিয়ে চর্চা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *