চারদিন বন্ধ থাকছে কলকাতা হাই কোর্ট

আজ থেকে বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে গত দু’দিন ধরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে অনেক প্রশ্ন উঠেছে। গতকালও সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল সেলের আইনজীবীদের তরফে। এই ঘটনার পর জানা গেল, আগামী চার দিন ছুটি থাকছে কলকাতা হাইকোর্টে। তবে কী কারণে ছুটি? যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে লাগাম টানতেই এই সিদ্ধান্ত? না। আসলে কারণ ভিন্ন। আগামীকাল চড়ক, তার পরের দিন নববর্ষ, ওদিকে শনিবার এবং রবিবার মিলিয়ে পরপর চার দিনের লম্বা ছুটি।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়এঁর বিরুদ্ধে আদালত চত্বরে সরব হয়েছিলেন তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা। তাঁর এজলাস বয়কটের দাবিতে ১৭ নম্বর কোর্টে আইনজীবীদের একাংশের তুমুল বিক্ষোভ হয়। মঙ্গলবারের পর বুধবারও কলকাতা হাইকোর্টে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলপন্থী আইনজীবীরা। তাদের একাংশের প্রশ্ন, নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কেন ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সরব হলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

সেই প্রতিবাদেই গতকাল বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কোর্ট বয়কট করেন তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা। পরে এই প্রেক্ষিতে বিক্ষোভকারীদের কার্যত তুলোধনা করে তিনি বলেন, তাঁর নির্দেশে কারোর কোনও রকম আপত্তি থাকলে কেউ সুপ্রিম করতে চলে যেতে পারেন। এখানে বিক্ষোভ দেখিয়ে কোনও লাভ নেই। এই আবহে অনেকে মনে করছেন যে, এই চার দিনের পরপর ছুটি পরিস্থিতি হয়তো কিছুটা সামলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *