সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার মাঝেই সাড়ে তিন বছর আগে বর্ধমান মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
২০২১ সালের ১১ আগস্ট রাতে বর্ধমানে মেডিকেল কলেজের হস্টেলের পাশে শেখ মোবারক হোসেন নামে এক জুনিয়র চিকিৎসকের দেহ উদ্ধার হয়। পরিবার তরফে প্রথম থেকেই দাবি করা হয় তাদের ছেলেকে খুন হতে হয়েছে। সেই মামলার তদন্তেই এবার সিট গঠনের নির্দেশ হাইকোর্টের।
কলকাতা হাইকোর্টে মামলা উঠলে পূর্ব বর্ধমানের পুলিস সুপারের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়। একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে পাল্টা ডিভিশন বেঞ্চে যান মৃতের বাবা। সেই মামলাতেই এবার সিট গঠনের নির্দেশ।