একুশে বিধানসভা নির্বাচনের সময় থেকেই প্রস্তুতি নিয়েছিল রাজ্যের শাসকদল। এবার সেই প্রস্তুতি মতোই তা সফল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠনের পরেই ইস্তেহারের প্রতিশ্রুতি পালনে মন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বের প্রতিশ্রুতি মতোই এবার ৮ তারিখ বিধানসভায় পেশ হতে চলেছে বিধান পরিষদ বিল। সোমবার সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য বাজেটের পরের দিনই এই বিল পেশ করা হবে। আজ বিধানসভা অধিবেশনের পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দেন তিনি।
উল্লেখ্য, একুশে ক্ষমতায় ফেরার পরই বিধান পরিষদ গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, প্রথম বিধানসভা অধিবেশনেই এই বিল পেশ করা হবে। সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকেও এই প্রস্তাব পাশ করানো হয়েছে। ২০১১ সাল থেকেই বিধান পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। এ নিয়ে দীর্ঘ আলাপ আলোচনাও হয়েছে। একুশে ক্ষমতায় ফেরার পরই বিধান পরিষদ গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, প্রথম বিধানসভা অধিবেশনেই এই বিল পেশ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী।