ডিসেম্বরেই টেট, নবান্নের অনুমোদন পেলেই দিন ঘোষণা করবে পর্ষদ

ডিসেম্বরের মধ্যেই প্রাথমিকের টেট নেওয়া হবে। আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হোক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেট নেওয়ার জন্য বৈঠকে উপস্থিত সদস্যরা সম্মতি জানালো পর্ষদকে। পুজোর আগেই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা।যদিও পরীক্ষা কবে নেওয়া হবে, আজকের বৈঠকে সেই দিন চূড়ান্ত করা হয়নি৷ আগামী সপ্তাহের শুরুতেই পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়ে রাজ্যের সঙ্গে কথা বলবে পর্ষদ।

সূত্রের খবর, এ দিনের বৈঠকে পরীক্ষার সম্ভাব্য দিন হিসেবে দু’টি তারিখ নিয়ে আলোচনা হয়েছে৷ প্রাথমিক ভাবে ১১ অথবা ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে বলে আলোচনা হয়েছে৷ যদিও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নবান্নের অনুমোদন পেলেই চূড়ান্ত দিন ঘোষণা করা হবে৷

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বৈঠকের পর জানিয়েছেন, ‘আমরা ডিসেম্বরের মধ্যেই প্রাথমিকের টেট নেবো।খুব শীঘ্রই আপনাদের জনাব।’ প্রসঙ্গত পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই গৌতমবাবু জানিয়েছিলেন, নিয়মিত টেট নেওয়াই তাঁর অন্যতম প্রাথমিক লক্ষ্য হবে৷ শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তদন্ত এবং আদালতে মামলা চললেও নতুন করে টেট নেওয়ার বিষয়ে বেশ কিছুদিন ধরেই উদ্যোগী হয়েছে পর্ষদ৷ ইতিমধ্যেই প্রতি জেলায় কত পরীক্ষার্থী টেট দিতে পারেন, তার আনুমানিক হিসেব ধরে নিয়ে জেলা ধরে ধরে পরীক্ষাকেন্দ্রের তালিকাও তৈরি করতে শুরু করে দিয়েছে পর্ষদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *