এক সপ্তাহ পরেই আইপিএল শুরুর ভাবনা বোর্ডের, প্রথম দিন থাকছে কোন ম্যাচ?

ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে আইপিএল। এক সপ্তাহ পর আবার প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী বিসিসিআই। বোর্ড সূত্রে খবর, বৃহস্পতিবার ধর্মশালায় ব্ল্যাকআউটের জন্য বাতিল হওয়া পঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ দিয়েই শুরু হতে পারে দ্বিতীয় দফা।

বর্তমান পরিস্থিতির নিরিখে সূচি এবং ম্যাচের জায়গা পরিবর্তন করে দু’সপ্তাহের মধ্যে আইপিএল শেষ করার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তার বিষয়টিকেও। শুক্রবার আইপিএলের সব অংশীদারের মতামত গ্রহণ করে বোর্ড কর্তারা জরুরি বৈঠক করেন।

পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা থেকে দূরবর্তী শহরগুলিকে নিরাপদ বলে মনে করছেন বিসিসিআই কর্তারা। দলগুলির যাতায়াতের কথা বিবেচনা করে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, বিশাখাপত্তনম এবং কলকাতাকে প্রাথমিক ভাবে বাছা হয়েছে। কারণ এই শহরগুলির জনজীবন এবং বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। খেলা শেষ হওয়ার পর বিদেশি ক্রিকেটারেরাও দ্রুত দেশে ফেরার বিমান ধরতে পারবেন যাতায়াতে সমস্যা হবে না। তবে কোনও কিছুই চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড কর্তারা।