সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার সামনে আসছে বড় খবর। হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল।
পরবর্তীতে ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি, দুই মামলাতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই আর্থিক দুর্নীতি মামলায় গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে সন্দীপের পাশাপাশি নাম ছিল এই মামলায় ধৃত সুমন হাজরা, বিপ্লব সিংহ, আফসার আলি এবং আশিস পাণ্ডের। এবার এই মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল আলিপুর আদালত। বিচারক একথা জানিয়েছেন।
বর্তমানে সন্দীপ সহ এই মামলায় ধৃত পাঁচজনই জেলবন্দি রয়েছেন। এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের কাছে আর্জি জানান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ, বিপ্লব ও আফসার।