করোনার প্রথম ঢেউয়ে নিম্নমুখী হয়েছিল ভারতীয় অর্থনীতির গ্রাফ। সেই অর্থনীতি সামলে উঠতে না উঠতে এবার করোনার দ্বিতীয় ঢেউতে আরও নিম্নমুখী হয়েছে অর্থনীতির গ্রাফ। ২০২০ সালের পুনরাবৃত্তি ঘটছে ২০২১ সালেও। তাই এবার এই পরিস্থিতিতে মানুষকে কিছুটা স্বস্তি দিতে করোনার কারণে ধুঁকতে থাকা শিল্পগুলোকে উজ্জীবিত করতে আর্থিক ত্রাণ ঘোষণা অর্থ মন্ত্রকের। অর্থনীতিকে চাঙ্গা করতে আট দফা দাওয়াইয়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৮টি পৃথক আর্থিক ত্রাণ প্রকল্প ঘোষণা করেন। সেই ৮টি প্রকল্পের মধ্যে ৪টি নতুন এবং একটি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন কল্পে ঘোষণা করা হয়েছে।
ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের ক্যাপিটালের পরিমাণ বাড়ানোর ঘোষণা করলেন নির্মলা সীতারমন। ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের মোট ক্যাপিটাল ৩ লক্ষ কোটি থেকে বাড়িয়ে ৪.৫ লক্ষ কোটি করা হচ্ছে। এই স্কিমের মাধ্যমে ২৫ লক্ষ মানুষ লাভবান হবেন। এদিন নির্মলা সীতারমন জানান, মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনের মাধ্যমে এই স্কিমের অধীনে ঋণ নিতে পারবেন। এর আওতায় সর্বোচ্চ ১.২৫ লক্ষ টাকা ঋণ নেওয়া যাবে তিন বছরের জন্য ২ শতাংশ সুদের হারে। এছাড়া এদিন অর্থমন্ত্রী জানিয়েছেন যে করোনার জেরে যে যে ক্ষেত্রগুলিতে প্রভাব পড়েছে, সেগুলির জন্য ১.১ লক্ষ কোটি টাকার ত্রাণ যোজনা আনা হল।
পাশাপাশি, পুষ্টিযুক্ত খাদ্য সরবরাহের জন্য পৃথক ভাবে ১ লক্ষ ৪৭ হাজার ৫৫৫ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন তিনি। র্যটন শিল্পকে চাঙা করতে পৃথক ঘোষণা করেছে অর্থ মন্ত্রক। এদিন অর্থমন্ত্রী বলেন, ‘ভারত ভ্রমণে বিনামূল্যে ৫ লক্ষ ট্যুরিস্ট ভিসা দেবে ভারত সরকার। সেই আর্থিক সাহায্য প্রায় ১১ হাজার নথিবদ্ধ ট্যুরিস্ট গাইড, ট্যুর এবং ট্রাভেল সংস্থাগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।‘ পাশাপাশি পর্যটনক্ষেত্রে বিশেষ ঋণের ব্যবস্থাও রাখা হয়েছে। এখানেই শেষ নয়।