নেতাজিকে নিয়ে বড়ো ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

বিগত কয়েকদিনের নেতাজির ট্যাবলো নিয়ে রাজ্য কেন্দ্রে বিরোধের মাঝেই কেন্দ্র সরকারের তরফে বড়ো ঘোষণা৷ নেতাজি বিতর্কের মাঝেই এই নয়া ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজি সুভাষচন্দ্রের বিশাল গ্রানাইট মূর্তি৷ টুইট করে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ টুইটে বলা হয়, ‘‘সারা দেশজুড়ে পালিত হবে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী৷ নেতাজির কাছে আমরা চিরঋণী৷ এই মূর্তি তারই স্মরক হয়ে থাকবে৷’’

কেন্দ্রের তরফে জানানো হয়, অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা নিভছে না। তাকে শুধুমাত্র জাতীয় যুদ্ধ স্মারকে প্রজ্জ্বলিত শিখার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এর পরেই প্রধানমন্ত্রীর টুইট, ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজির বিশাল গ্রানাইটের মূর্তি৷ নেতাজির মূর্তিটি ঠিক কেমন হতে চলেছে, তার একটি কাল্পনিক ছবিও মিলেছে সরকারি সূত্রে৷ সেই ছবিও টুইট করা হয়েছে৷ নেতাজি শুধু বাংলার গর্ব নয়, তাঁকে নিয়ে গর্বিত গোটা দেশ৷ নেতাজির সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর দেশবাসীর আবেগ৷ ক্ষমতায় আসার পর সেই আবেগকে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *