খারিজ হলো জামিনের আবেদন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সন্দীপের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।

সিবিআই দফতর থেকে বের করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়। গতকাল সন্দীপের সঙ্গেই আরজি করের দুই ভেন্ডর এবং সন্দীপের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছে সিবিআই।

এদিন কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে ১০ দিনের জন্য হেফাজতে চাওয়া হয়। অভিযুক্তদের সঙ্গে আরও অনেকে যুক্ত, তাঁদের জেরা করে বহু তথ্য উঠে আসবে বলে জানায় তদন্তকারী সংস্থা। ধৃত ৪ জনকে জেরা করা হলে এই দুর্নীতি সম্বন্ধে আরও অনেক তথ্য ফাঁস হবে, আরও অনেকে গ্রেফতার হবে বলে জানায় সিবিআই।