বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবারেও জামিন হল না বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের।
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে, নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলেরও জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। আগামী বছর তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে। ফলে বাবা-মেয়ে দু’জনকেই পুজো কাটাতে হবে জেলে বসেই। এদিকে দু’জনেই গ্রেফতার হওয়ায় ফাঁকা বীরভূমের নিচুপট্টির বাড়ি।
এদিন আদালতের বাইরে তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চাওয়া হলে শুধু ঘাড় মেরে হ্যাঁ বলেন অনুব্রত। এদিকে অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে তৃণমূলের দায়িত্ব পেয়েছেন কাজল শেখ। সেই নিয়ে অবশ্য এদিনও মুখ খুলতে চাননি তিনি।