দিন প্রতিদিন দেশে বেড়ে চলেছে জঙ্গি তৎপরতা। আবার একবার ভারতে অনুপ্রবেশ করেছিল তিন পাক জঙ্গি। বড় নাশকতার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু স্থানীয় নিরাপত্তা বাহিনী তাদের রুখে দিয়েছে। দুই পক্ষের গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে ওই জঙ্গিদের।
আসলে ভারতীয় সেনার বিশেষ নজরদারি ক্যামেরায় ধরা পড়ে যায় জঙ্গিদের সীমান্ত পেরোনোর দৃশ্য। তারপরই তাঁরা হামলা চালায় জঙ্গিদের লক্ষ্য করে। এতেই খতম করা গিয়েছে ওই জঙ্গিদের। এদিকে জঙ্গিদের সীমান্ত প্রবেশের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।
সূত্রের খবর, উরি সংলগ্ন এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল পাকিস্তানের মদতপুষ্ট তিন জঙ্গি। তারা মনে করেছিল ওই অঞ্চলে প্রচণ্ড কুয়াশা এবং বৃষ্টি হওয়ায় ভারতীয় সেনা হয়তো তাদের খেয়াল করতে পারবে না। কিন্তু আদতে তেমনটা হয় না।
ভারতীয় সেনা বিশেষ নজরদারি ক্যামেরায় তাদের ধরে ফেলে। এরপরই শুরু হয় দুই পক্ষের ‘যুদ্ধ’। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শেষের পর সেনার তরফে জানান হয়েছে, তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাদের মৃতদেহের কাছ থেকে অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
যদিও সেনাবাহিনীর সন্দেহ, আরও কয়েক জন জঙ্গি সীমান্ত এলাকায় কাঁটাতারের কাছাকাছি লুকিয়ে থাকতে পারে। তাই তল্লাশি অভিযান শুরু করেছে তাঁরা। সেনা সূত্রে জানা গিয়েছে, নিহত জঙ্গিদের কাছ থেকে দু’টি একে-৪৭ রাইফেল, একটি চিনা এম-১৬ রাইফেল পাওয়া গিয়েছে।
অনুমান করা হচ্ছে, বেশ কয়েক জন মিলে দল তৈরি করে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছিল ভারতে। প্রথমে এই তিন জন আসে। তাই অন্য অনেকের আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ভারতীয় সেনা। তবে তাঁরা পুরোদমে প্রস্তুত যে কোনও পরিস্থিতি সামাল দিতে।