সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রকাশ্যে এসেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জমানায় হাসপাতালে হওয়া নানান দুর্নীতির অভিযোগ। ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি, দুই মামলাতেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপ। গত ২৮ জানুয়ারি চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
এরপর সেই সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন সন্দীপ সহ এই মামলার বাকি অভিযুক্তরা। তবে সিঙ্গেল বেঞ্চে তাঁদের সেই আবেদন গ্রাহ্য হয়নি। এবার তাই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তাঁরা।
জানা যাচ্ছে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে গিয়েছেন সন্দীপ সহ আরজি কর আর্থিক দুর্নীতি মামলার বাকি অভিযুক্তরা। বৃহস্পতিবার তাঁদের সেই আবেদনের শুনানি হতে পারে বলে খবর।