চুরির ঘটনায় যুক্ত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং

বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরি। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত।গত ৮ তারিখ ছট পুজোর দিন সুরাজ বাঁশফোড় পূজোর কাজকর্ম সেরে কোচবিহার আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন।বাড়িঘর তালা মেরে নিশ্চিন্তে কোচবিহার জান তিনি।১৫ তারিখ ফিরে আসেন শিলিগুড়ি।বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা সবকিছু ওলট-পালট।ভেতরে ঢুকে দেখেন খোয়া গিয়েছে স্বর্ণালংকার রুপোর অলংকার এবং নগদ অর্থ।বাড়িতে চুরির ঘটনায় ‌ মাথায় হাত পরে তার।১৫ তারিখ বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।থানায় অভিযোগের ১২ ঘণ্টার মধ্যেই শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের হাতে ধরা পড়ে যায় এই চুরির ঘটনায় যুক্ত সন্দেহে ভিকি বাল্মিকী নামে এক দুষ্কৃতী।অভিযুক্তকে টিকিয়াপাড়া থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ।ধৃতকে আদালতে পাঠানো হয় ১৬ তারিখ এবং তদন্তের স্বার্থে আদালতের কাছে রিমান্ড চাওয়া হয়।আদালত অভিযুক্তকে চার দিনের পুলিশ রিমান্ডে দেয়।এরপর ধৃত ভিকি বাল্মিকীকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি সংলগ্ন এলাকায় মাটি খুঁড়ে ওই বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার রুপার অলংকার সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশ।আজ রিমান্ড শেষে অভিযুক্তকে পুনরায় শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানা।অপরদিকে আদালতের নিয়ম কানুন মেনে উদ্ধার হওয়া সমস্ত জিনিস সুরাজ বাসফোরের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে শিলিগুড়ি থানার পুলিশ।