বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে এবার আবহাওয়া দপ্তর সূত্রে খবর এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আর দুদিনের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। তবে আগামী ২৪ ঘণ্টার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির প্রবল সম্ভাবনা। যদিও এই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হবে বা এর প্রভাব বাংলার উপর পড়বে কিনা তা জানা যায়নি।
আজ হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে। লক্ষ্মীপুজোও নির্বিঘ্নেই কাটবে।