সমাপ্তির পথে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল

একমাসব্যাপী ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২২’ অ্যামাজন.ইন-এর সেলার ও ব্র্যান্ড পার্টনারদের এযাবৎকালের সর্ববৃহৎ ‘শপিং সেলিব্রেশন’ বলে জানিয়েছে অ্যামাজন। প্রাইম আর্লি অ্যাক্সেসের মধ্য দিয়ে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২২ শুরু হয়েছিল ২২ সেপ্টেম্বর মধ্যরাতে এবং চালু ছিল ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

এবার ‘স্মল অ্যান্ড মিডিয়াম বিজিনেসেস’-সহ (এসএমবি) অ্যামাজন.ইন-এর সেলারদের রাশি রাশি পণ্যের সম্ভার গ্রাহকদের মন জয় করে নিতে সমর্থ হয়েছে। এই সেল ফেস্টিভ্যাল অসংখ্য গ্রাহককে খুশি করতে পেরেছে।শুধু এবছর নয়, প্রতিবছরই অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টার, সর্টেশন সেন্টার ও ডেলিভারি স্টেশনগুলির অ্যাসোসিয়েট ও পার্টনারগণ অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের জন্য প্রস্তুত থাকে।

সম্প্রতি, অ্যামাজন ইন্ডিয়া তাদের কর্মক্ষেত্র সম্প্রসারনের জন্য ইন্ডিয়ান রেলওয়েজের সঙ্গে যুক্ত হয়ে গ্রাহকদের প্যাকেজ সরবরাহের জন্য ৩২৫টিরও বেশি ইন্টার-সিটি ট্রান্সপোর্টেশন লেন ব্যবহার করতে শুরু করেছে। ২০১৯ সালে রেলওয়ে লেন ব্যবহার শুরু করার পর থেকে এ হল ৫ গুণ বৃদ্ধি। এর ফলে দেশের ভিন্ন প্রান্তে একদিন ও দুইদিনে ডেলিভারি প্রদান করতে সক্ষম হচ্ছে অ্যামাজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *