বাড়ছে তৎপরতা, এবার নজরে পার্থের স্ত্রীর নামাঙ্কিত স্কুল

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকাল আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তার। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে এবার পিংলায় ইডির হানা৷ পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামাঙ্কিত স্কুলে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷

ওই স্কুলের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য৷ গতকাল অর্থাৎ বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ পিংলার খিরিন্দা মৌজাতে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলে হানা দেয় পাঁচজন ইডি আধিকারিকের একটি দল৷ সেখানে প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ খতিয়ে দেখা হয়েছে নথিপত্র৷

পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী’র নামাঙ্কিত বাবলি চট্টোপাধ্যায় ফাউন্ডেশনের উদ্যোগে পিংলায় তৈরি করা হয়েছিল বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল৷ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর দু’দিন স্কুল বন্ধ রাখা হয়েছিল৷ এর পর স্বাভাবিক ভাবেই পঠনপাঠন চলছে৷ সূত্রের খবর, এসএসসি দুর্নীতির টাকা বাবলি চট্টোপাধ্যায় ফাউন্ডেশনেও বিনিয়োগ হয়েছে কিনা, তারই সলুক সন্ধানে পিংলায় ইডি হানা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *