অবশেষে অভিযুক্তরা শাস্তি পেল প্রায় এক বছর পর

প্রায় বছর ঘুরেছে ঘটনার, মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হছিল যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায়। ব়্যাগিংয়ের কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছিল গোটা রাজ্য। এই ঘটনায় অভিযুক্ত ৩৮ জন।

প্রায় ৯ মাস পার হওয়ার পর শাস্তি পেতে চলেছে অভিযুক্তরা। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি, অবশেষে মেনেই নিলেন র‌্যাগিংয়ের জেরেই ছাত্রমৃত্যু ঘটেছিল। অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট ও তার ভিত্তিতে আন্টি র‌্যাগিং স্কোয়াডের সুপারিশ অনুযায়ী এই ছাত্র মৃত্যুর ঘটনায় ৪ পড়ুয়াকে পাকাপাকিভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

এছাড়াও ৫ জন ছাত্রকে ৪টি সেম তথা দুই বছরের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। প্রায় ২৫ জন ছাত্রকে ১টি সেম তথা ৬ মাসের জন্য সাসপেন্ড করা হবে এবং হস্টেল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে।