রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে বৃহস্পতিবার জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে অনুষ্ঠিত হল দেবী দুর্গার ৫১৪ তম কাঠামো পুজো। নন্দ উৎসবের মধ্য দিয়েই প্রতি বছর বৈকুন্ঠপুর রাজবাড়িতে দেবী দূর্গার কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমীর পর দিনই রাজবাড়িতে অনুষ্ঠিত হয় নন্দ উৎসব। পুজো অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রাজ পরিবারের বর্তমান সদস্যরা।
তাঁরা জানান, ৫১৪ বছরের প্রাচীন এই দুর্গাপুজোর প্রতিমা গড়ার কাজ শুরু হয়েছে নন্দ উৎসব ও দধি কাদা খেলার মধ্য দিয়ে।
রাজ পরিবারের বর্তমান পুরোহিত শিবু ঘোষাল বলেন, জন্মাষ্টমীর পরদিন নন্দ উৎসব ও দধিকাদা খেলার মধ্য দিয়ে প্রতি বছর শুরু হয় বৈকুন্ঠপুর রাজবাড়ির পুজোর প্রতিমা নির্মানের কাজ। শিশুদের নিয়ে দধিকাদা খেলার মাটি দিয়ে শুরু হয় প্রতিমা নির্মাণ। উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্য সৌম্য বসু, নববধূ লিন্ডা বসু।