৩১ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হল কোচবিহারে

৩১তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হল কোচবিহারে।কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার কোচবিহার জেলার বিভিন্ন স্কুলের ১১৯টি বিজ্ঞান প্রকল্পের নিবন্ধঃকরণ করা হয়েছে।সেই সাথে কোচবিহার জেলার ৫৮টি বিদ্যালয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।জেলা পঞ্চায়েত বিজ্ঞান প্রকল্প নির্বাচনী প্রক্রিয়ায় যারা নির্বাচিত হবে, তারা পরবর্তীতে রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণ করবে বলেই জানা গেছে।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিজ্ঞান কংগ্রেসের সমন্বয়কারী সুমন্ত সাহা, জেলা বিদ্যালয় পরিদর্শক(উচ্চমাধ্যমিক)সমর চন্দ্র মণ্ডল, সরকারি বিদ্যালয় পরিদর্শক (উচ্চমাধ্যমিক) বরুণ চন্দ্র মন্ডল, উচচমাধ্যমিক কাউন্সিল সভাপতি মানস ভট্টাচার্য সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *