রবিবার প্রধানমন্ত্রী মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানের ১০০ তম পর্ব পূর্ণ করলেন। মন কি বাত প্রধানত একটি রেডিও প্রোগ্রাম। যার মাধ্যমে দেশবাসী প্রধানমন্ত্রীর কাছে সরাসরি তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। বলাবাহুল্য, এই মন কি বাত প্ল্যাটফর্মের মাধ্যমে ভারত উন্নয়নে কর্মসূচীতে নাগরিকরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেছেন।
রবিবার ছিল মন কি বাত শো-এর ১০০ তম পর্ব। তাই এই বিশেষ পর্ব উপলক্ষ শুধু ভারতেই নয় বিশ্বব্যাপী তথা ফ্রান্স, সৌদি আরব, আসিয়ান, প্যারাগুয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারি ভারতীয় নাগরিকদের জন্যও সেশনের আয়োজন করা হয়েছিল। সেশনে লাইভ কুইজের মাধ্যমে প্রবাসী ভারতীয়রাও মন কি বাত শো-এর ১০০ তম পর্বের প্রধানমন্ত্রী মোদীর ভাষণ শোনেন। এছাড়া UN/ জাতিসংঘেও মন কি বাত-এর ১০০ তম পর্ব উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণটি সরাসরি সম্প্রচার করা হয়।
স্থানীয় কারিগরদের বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে পৌঁছে দেবার বিষয়টি মন কি বাত শো-এর ১০০ তম পর্বে তুলে ধরা হয়েছে। এব্যাপারে বিজয়শান্তি দেবীর লোটাস ফাইবার প্রোডাক্ট গুলি মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির বিষয়টি তুলে ধরা হয়েছে।