নতুন দিল্লিতে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক ইউনিয়ন-এর (বিআরএমজিএসইউ) পক্ষ থেকে ভারত সরকারের শ্রম মন্ত্রকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে গত ১২ মার্চ। এই অনুষ্ঠানের সংগঠক ছিলেন বিআরএমজিএসইউ-এর প্রেসিডেন্ট পরিমলকান্তি মন্ডল ও জেনারেল সেক্রেটারি বিদ্যাধর মল্লিক।
এই অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন ‘লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট’ দফতরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং বিশেষ অতিথি ছিলেন চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল) অজয়কুমার সামন্তরায়। এছাড়াও, অ্যাডিশনাল চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল), ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল), অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার (সেন্ট্রাল), লেবার এনফোর্সমেন্ট অফিসার, দিল্লির ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল), উত্তরপ্রদেশের রিজিওনাল লেবার কমিশনার (সেন্ট্রাল), রেলওয়ে ডেপুটি ডিরেক্টর-ট্রাফিক (রেলওয়ে বোর্ড), জয়েন্ট ডিরেক্টর-হেলথ (রেলওয়ে বোর্ড), আন্ডার সেক্রেটারি (রেলওয়ে বোর্ড), মন্ত্রকের সেকশন অফিসার ও প্রধানমন্ত্রীর দফতরের মিনিস্টার অফ স্টেটের অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, শ্রম মন্ত্রক রেলওয়ে মালগুদাম শ্রমিকদের মর্যাদা প্রদানের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে – তাদের শ্রম মন্ত্রকের ই-শ্রম পোর্টালে অন্তর্ভুক্তির মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই পদক্ষেপ রেলওয়ে মালগুদাম শ্রমিকদের জন্য একটি মাইলস্টোন বলে মনে করা হচ্ছে। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রম মন্ত্রকের ‘রেলওয়ে মাল গুদাম ওয়ার্কার্স সার্ভে ফর্ম’ উদ্বোধন করেন। এই ফর্মের মাধ্যমে সারা ভারতের রেলওয়ে মালগুদাম ওয়ার্কারদের সমীক্ষা করা হবে।
এই উপলক্ষে বিআরএমজিএসইউ-এর প্রেসিডেন্ট পরিমলকান্তি মন্ডল চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল) অজয়কুমার সামন্তরায়ের হাতে উপহার হিসেবে একটি শাল ও বিআরএমজিএসইউ-এর স্মারক তুলে দেন। অনুষ্ঠানে অজয়কুমার সামন্তরায় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়ন ও তাদের প্রেসিডেন্ট পরিমলকান্তি মন্ডলের প্রচেষ্টাকে স্বাগত জানান এবং সংগঠনের উন্নতি কামনা করেন। শ্রম দফতরের মিনিস্টার অফ স্টেট রামেশ্বর তেলি, রেলওয়ের মিনিস্টার অফ স্টেট এবং বস্ত্র মন্ত্রকের মিনিস্টার অফ স্টেটের তরফেও অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে।