প্রাইমারি স্কুলের অফিস থেকে উধাও তিন লক্ষ পাঠ্যপুস্তক

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর চক্র প্রাইমারি স্কুল অফিস থেকে ৩ লক্ষ পাঠ্য পুস্তক উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে,অথচ কাগজ-কলমে ওই বই সংখ্যা অফিসে রাখা হয়েছে বলে চালান লেখা হয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাটি সামনে আসতেই শিক্ষক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২রা জানুয়ারি বুক ডে পালিত হয়, এর আগে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা অনুসারে নতুন বই দেওয়া হয় এর জন্য রাজ্য শিক্ষা দপ্তর নির্দিষ্ট ছাপাখানায় বই ছাপিয়ে বিভিন্ন বিদ্যালয় অফিসে বই পাঠায় এবং বিদ্যালয় থেকে বইগুলি বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের হাতে দেওয়া হয়। স্কুল থেকেই পড়ুয়াদের বই বিলি করা হয় গোটা ডিসেম্বর মাস এই প্রক্রিয়া চলে। স্কুলগুলিতে বই দেওয়ার দিনক্ষণ স্থির হয়ে গিয়েছিল,শুক্রবার ইসলামপুর প্রাইমারি স্কুল দপ্তরের আধিকারিকেরা গোডাউন ঢুকে দেখেন সেখানে বই নেই অথচ কাগজ-কলমে বই গোডাউনে মজুদ আছে। এই বই গেল কোথায়?

এই ঘটনার পর চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী বিদ্যালয়ের ক্যাজুয়াল স্টাফ ভীম মন্ডলের নামে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, এবং ভীম মন্ডলকে গ্রেফতার করে তদন্ত শুরু করে ইসলামপুর থানার পুলিশ। অভিযুক্ত ভীম মন্ডল পাল্টা এসআই শুভঙ্কর নন্দীর বিরুদ্ধে চক্রান্ত ও ফাঁসানোর অভিযোগ করেন। এই ঘটনা সাধারণ চুরি নয় এর পেছনে কোন বড় চক্র কাজ করছে বলে অনুমান পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *