মণিপুর পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠছে সন্ত্রাসবাদী গ্রুপ

বিগত বেশ কিছুদিন ধরে বেড়ে চলেছে অশান্তি, ঘর ছাড়া হাজার হাজার মানুষ। প্রায় তিন মাস ধরে মণিপুরের এই অবস্থায়, এবার পরিস্থিতিতে প্রকাশ্যে আসছে নরকীয় ঘটনা। মণিপুরে ক্রিশ্চান কুকি সংগঠন হিন্দু মেইতেইদের সংঘর্ষ এখন ব্যাপক আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতেই পুরোদস্তুর ফায়দা তুলতে তৎপর হয়ে উঠেছে পাকিস্তান এবং তাদের সন্ত্রাসবাদী গ্রুপ।

মণিপুরে পাকিস্তান যোগ্য সঙ্গত পেয়েছে তানভীর আহমেদের PAFF। এক্ষেত্রে সন্ত্রাসবাদী রাষ্ট্রটির হাতিয়ায় ISI-এর সঙ্গী জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বা সহ একাধিক ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন। মণিপুরের ভিডিও ভাইরাল হওয়ার পর পাকিস্তানের তিনটি বড় সন্ত্রাসী সংগঠন তাদের সক্রিয়তা বাড়িয়েছে এবং এজন্য মণিপুরের যুবকদের টার্গেট করছে তারা।

সামনে এসেছে Lashkar-e-taiba এবং জয়েশ এর সাথে মণিপুরের PAFF এর কথোপকথন। তবে দেশের গোয়েন্দা সংস্থাগুলিও হাত পা গুটিয়ে বসে নেই। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই নিয়ন্ত্রণে এনেছেন কিছুটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *