ফের শিশু চুরির অভিযোগ উঠলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে।
জানা গিয়েছে, খড়িবাড়ি ভোগভিটা এলাকার বাসিন্দা রঞ্জিতা সিং মঙ্গলবার খড়িবাড়ি হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের জন্মের পর মহিলার শরীরে বেশকিছু জটিলতা দেখ যায়। সেই কারণে বুধবার রাতে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার দুপুরে রঞ্জিতা খাবার সময় আচমকাই এক মহিলা রঞ্জিতাকে সাহায্য করতে এগিয়ে আসে। তিনি রঞ্জিতার সন্তানকে কোলে নেওয়ার আর্জি জানান। রঞ্জিতাও ভরসা করে তাঁর সন্তানকে ওই মহিলার কোলে দিয়ে হাত ধুতে যান। ফিরে এসে দেখেন তাঁর সন্তানও নেই এবং ওই মহিলাও নেই। ঘটনায় তোলপাড় শুরু হয় মেডিকেল কলেজে। ঘটনাস্থলে পৌঁছোন মেডিকেল কলেজের সুপার, ডেপুটি সুপার সহ মেডিকেল ফাঁড়ির পুলিশ। প্রত্যেকে সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখতে গিয়ে দেখেন কোনও ক্যামেরাই কাজ করছে না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির খোঁজ শুরু হয়েছে।