জনবহূল এলাকায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। জলপাইগুড়ির দিনবাজার এলাকায় শর্ট সার্কিট থেকে একটি ব্যাঙ্কে আগুন লাগে। দ্রুত দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সেখানে চলে আসে পুলিস। ফলে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেলো বিস্তৃত জায়গা।। ব্যাঙ্কের পাশে প্রচুর দোকান। সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনার শঙ্কা ছিল। কিন্তু দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে এনে পূরো এলাকায় শান্তির পরিবেশ এনে দেয়। যদিও অল্প সময়ের জন্য ঐ এলাকায় লোক সমাগম হয়েছিল।