সাময়িক সময়ের জন্য মিললো মুক্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দীর্ঘ প্রায় দু’বছর চার মাস নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি।

মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। মায়ের অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্যই সাময়িক মুক্ত করা হয়েছে অর্পিতাকে। গতকাল সন্ধ্যায় মায়ের শেষযাত্রায় অংশ নেন অর্পিতা।

এদিন অর্পিতা বলেন, ‘দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য…’,। শুধু এইটুকুই। আর সেভাবে কিছু বলতে পারেননি অর্পিতা মুখোপাধ্যায়। আপাতত দু’দিন তিনি বাড়িতেই থাকবেন। ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।