গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো মোবাইল (TECNO Mobile) ১১ থেকে ১৩ অগাস্ট তাদের প্রথম বার্ষিক অনুষ্ঠান ‘ওয়ার্ল্ড অফ টেকনোলজি’ (World of TECNOlogy) আয়োজন করেছিল নতুন দিল্লির ডিএলএফ অ্যাভেন্যুতে। উদ্বোধনী দিবসে টেকনো প্রকাশ্যে আনে তাদের পোভা ৫ সিরিজ (POVA 5 series) ও মেগাবুক ল্যাপটপ (MEGABOOK laptop)।
টেকনোর উদ্দেশ্য হল ভারতে নানারকম স্মার্ট ডিভাইসের রেঞ্জের মাধ্যমে নিজেদের এক ‘ইনোভেটিভ টেকনোলজি’ চালিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা। ২০২৩-এর গোড়া থেকে টেকনো মিড-হাই সেগমেন্টে (২০০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা) নিজেদের প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারের দিকে নজর রেখে চলেছে। ‘ওয়ার্ল্ড অফ টেকনোলজি’ প্লাটফর্ম ব্যবহার করে টেকনো প্রতিবছর নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করবে। এই শো-এ আগত দর্শকরা টেকনোর সাম্প্রতিক লাইন-আপ প্রত্যক্ষ করতে পারবেন, যেমন ফ্যান্টম ও ক্যামঅন সিরিজ, পোভা ৫ সিরিজ ও মেগাবুক ল্যাপটপ। গত ১৪ অগাস্ট পোভা ৫ সিরিজের আবির্ভাব ঘটেছে এবং গ্রাহকরা তা শীঘ্রই পাবেন অ্যামাজন-ডট-ইন থেকে।